বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা পাবে: মন্ত্রিসভা
৭ অক্টোবর ২০২০ ১৫:১০
ঢাকা: বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা পাবে বলে আশা করছে মন্ত্রিসভা। এসব টিকা সংগ্রহ করার জন্য ৬ শ কোটি টাকার একটি তহবিলও গঠন করা হয়েছে। অসমর্থ ও দরিদ্র নাগরিকদের এসব টিকা বিনা টাকায় দেওয়া হতে পারে।
বুধবার (৭ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে করোনার ভ্যাকসিন নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকেই অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিড -১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য অনেক দেশ ও সংস্থা কাজ করছে। আমরা তাদের সবারসঙ্গে যোগাযোগ করছি। যেসব প্রতিষ্ঠান আমাদের দেশে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে ভ্যাকসিন উৎপাদন করবে আমরা তাদের অগ্রাধিকার দেবো।
তিনি জানান, বিনা পয়সায় ভ্যাকসিন পাওয়ার সুযোগ আমরা হাতছাড়া করেছি বলে কেউকেউ বলছেন, তারা এটা ঠিক বলেননি। বিনা পয়সায় ভ্যাকসিন পাওয়ায় সুযোগ আছে বলে মনে হয় না। ভ্যাকসিন আগামী বছরের এপ্রিলের আগে আসবে বলে মনে হচ্ছে না।