Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি সেজে পাসপোর্ট করতে এসে ধরা রোহিঙ্গা কিশোরী


৭ অক্টোবর ২০২০ ১৯:১৭ | আপডেট: ৭ অক্টোবর ২০২০ ১৯:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশি নাগরিক সেজে পাসপোর্ট করতে এসে আটক হয়েছে মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা কিশোরী।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছ।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ জানান, কিশোরী পাসপোর্টের আবেদনে নিজের নাম ফাতেমা ইয়াসমিন তালুকদার ও বাবার নাম মঈন উদ্দিন আহমেদ তালুকদার এবং মায়ের নাম সাবিনা ইয়াসমিন উল্লেখ করেছেন। ঠিকানা উল্লেখ করেছেন হাটহাজারী উপজেলার কাটিরহাট সোনাগাজী তালুকদার বাড়ি।

বিজ্ঞাপন

‘পাসপোর্টের আবেদন পেয়ে ডেস্কে তার সাক্ষাৎকার নেওয়ার সময় নাম-ঠিকানা নিয়ে ওই কিশোরী বিভ্রান্তিকর তথ্য দেয়। তখন তার আঙুলের ছাপ নেওয়া হয়। সেই ছাপ রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত একজনের ছাপের সঙ্গে মিলে যায়। এরপর আমরা তার আসল পরিচয় নিশ্চিত হই। সে নিজেও স্বীকার করে নেয়। এরপর তাকে আটক করে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে,’— বলেন আবু সাঈদ।

পাসপোর্ট পুলিশে সোপর্দ বাংলাদেশি সেজে পাসপোর্ট রোহিঙ্গা কিশোরী