Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনা, যেভাবে বিধ্বস্ত হয় উড়োজাহাজ


১২ মার্চ ২০১৮ ১৭:২৮

সারাবাংলা রিপোর্ট

ঢাকা : নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে বেঁচে গেছেন বসন্ত বহরা নামে একজন নেপালি। যিনি দুর্ঘটনার সময় উড়োজাহাজের আসনে বসেছিলেন।

তিনি জানান, উড়োজাহাজটিতে বিভিন্ন ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে আসা ১৬ নেপালি ছিলেন। তারা প্রশিক্ষণের জন্য বাংলাদেশে গিয়েছিলেন।

বড়ুয়া জানান, উড়োজাহাজটি স্বাভাবিকভাবেই ঢাকা ছেড়ে যায়। কিন্তু ত্রিভুবনে অবতরণ করার আগমুহূর্তে সেটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে।

‘এরইমধ্যে উড়োজাহাজটি প্রচণ্ড ঝাঁকুনি দেয় এবং বিকট শব্দ করে।’

‘আমি জানালার কাছের সিটে বসেছিলাম এবং দুর্ঘটনার সময় জানালাটি ভেঙে ফেলে বেরিয়ে আসি’ বলেন বেঁচে যাওয়া ওই যাত্রী।

ওই যাত্রী নরভিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, ‘জানালা ভেঙে বেরিয়ে যাওয়ার পর আমার আর কিছু মনে নেই। কেউ একজন আমাকে সিনামঙ্গল হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে আমার এক বন্ধু নরভিক হাসপাতালে নিয়ে আসে।’

তিনি বলেন, ‘আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, ভয়াবহ এই দুর্ঘটনার পর আমি এখনো বেঁচে আছি।’

সূত্র : কাঠমান্ডু পোস্ট

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর