ঢাকা: আগামী দুদিন দেশের অথিকাংশ স্থানে আকাশ মেঘুমক্ত থাকবে। দিনভর রৌদ্রজ্জ্বল আকাশে দুয়েক জায়গায় হঠাৎ হঠাৎ একেবারেই হালকা এক পশলা বৃষ্টি হতে পারে। তবে সেটি আগের তুলনায় কম হবে বলে জানিয়েছে আবহওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।
তিনি বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে চলমান বর্ষার আগামী দুতিন দিন একটু কম থাকবে। দেশের দুয়েক জায়গায় হয়তো হঠাৎ এক পশলা বৃষ্টি ঝরবে। তবে সেটি একেবারেই হালকা। আগের মত ভারী বর্ষণ হবে না।
তিনি বলেন, আগামী সপ্তাহে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী সপ্তাহে একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। আজ নদী ও সমুদ্র বন্দরগুলোতে কোনো সতর্ক বার্তা নেই বলে জানিয়েছেন তিনি।