Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েতের নতুন যুবরাজ শেখ মেশাল


৮ অক্টোবর ২০২০ ১৬:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েতের সাবেক নিরাপত্তা প্রধান শেখ মেশাল আল আহমদ দেশটির নতুন যুবরাজ হিসেবে অভিষিক্ত হয়েছেন। খবর রয়টার্স।

এর আগে, বুধবার (৬ অক্টোবর) দেশটির নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ নতুন যুবরাজ হিসেবে শেখ মেশালকে মনোনীত করেন।

পরে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে এ মনোনয়নের পক্ষে ভোট দিয়েছে বলে এক টুইটার বার্তায় জানানো হয়েছে।

এদিকে, সাবেক আমির শেখ সাবাহ আল আহমদের মৃত্যুর পর কুয়েতের নতুন আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন তার ভাই শেখ নওয়াফ।

কূটনীতিক ও বিশ্লেষকরা জানিয়েছেন, ৮৩ বছর বয়সী শেখ নওয়াফের বয়স ও অনাড়ম্বর জীবনযাপনের কারণে দায়িত্বে একটা বড় অংশ যুবরাজের হাতে দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী শেখ মেশাল ২০০৪ সালে ন্যাশনাল গার্ডের উপপ্রধান হওয়ার আগে ১৩ বছর ধরে দেশটির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

কুয়েত টপ নিউজ যুবরাজ শেখ মেশাল