রাজশাহীতে প্রিপেইড মিটার স্থাপন শুরু, ২০ লাখ গ্রাহক চায় নেসকো
৮ অক্টোবর ২০২০ ১৯:০০
ঢাকা: এবার আমের শহর রাজশাহী স্মার্ট প্রিপেইড বিদ্যুৎ সরবরাহের আওতায় এলো। এই শহরে ২০ লাখ গ্রাহককে এই সেবার আওতায় আনার লক্ষ্য নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো)। যদিও প্রাথমিকভাবে ৫ লাখ গ্রাহক দিয়ে কার্যক্রমের যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভার্চুয়াল পদ্ধতিতে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় তিনি বলেন, ‘উত্তরবঙ্গের বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকো তাদের বিতরণ অঞ্চলে ৫ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের কার্যক্রম শুরু করেছে। স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের ফলে গ্রাহকরা আরো উন্নত সেবা পাবেন, বিদ্যুতের অপচয় হবে না। বিদ্যুৎ বিল দিতে এখন থেকে আর দীর্ঘ লাইনেও দাঁড়াতে হবে না গ্রাহকদের। ঘরে বসেই বিদ্যুৎ বিল দেওয়া যাবে। অতিরিক্ত বিদ্যুৎ বিল আসারও কোনো সুযোগ নেই এখন আর। স্মার্ট প্রি-পেমেন্ট গ্রাহকরা যত টাকা বিদ্যুৎ বিল দিবেন তার থেকে ১ শতাংশ রিবেট পাবেন।’
তিনি আরও বলেন, ‘নতুন এই ডিজিটাল সেবা উত্তরবঙ্গের মানুষের জীবনকে আরও সহজ ও সুন্দর করতে ভূমিকা রাখবে বলে আশা করি। তবে আপগ্রেডশনের কারণে এ অঞ্চলে কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। আসছে মার্চের মধ্যে এ সমস্যা থাকবে না।’
প্রিপেইড মিটারে অগ্রিম বিল দিয়ে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করেন। এতে করে শতভাগ বিদ্যুৎ বিল আদায় হয়। ভবিষ্যতে এই মিটারের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেল এবং ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ বলেন, ‘শুরুতে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জের গ্রাহকরা প্রিপেইড মিটার পাবেন। পরবর্তীতে রাজশাহী ও রংপুরের অন্য এলাকার সব গ্রাহককে সরবরাহ করা হবে।’
নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘রাজশাহী অঞ্চলের মানুষকে বিদ্যুতের ভাল সেবা দেওয়ার জন্য স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। হংকংয়ের একটি কোম্পানির সফটওয়্যার আর চীনের একটি কোম্পানি থেকে মিটারগুলো কেনা হবে। প্রথম পর্যায়ে আমরা ৫ লাখ গ্রাহককে এই সংযোগ দেবো।’