Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিপিপি’তে ‘ভোলা সেতু’ নির্মাণ প্রস্তাবে অনুমোদন


৮ অক্টোবর ২০২০ ২১:০১

ঢাকা: পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে তেঁতুলিয়া ও কালাবাদোর নদীর উপর দিয়ে বরিশাল-ভোলা সড়কে ‘ভোলা সেতু’ নির্মাণে নীতিগত সায় দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করবে সেতু বিভাগ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে তেঁতুলিয়া ও কালাবাদোর নদীর উপর দিয়ে বরিশাল-ভোলা সড়কে ভোলা সেতু নির্মাণে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সেতু বিভাগের তথ্য অনুযায়ী, ৪.৬৮ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ১২ হাজার ৯১৬ কোটি টাকা ব্যয় হবে। পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে এবং ২০২১ সালে এটি শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত সেতু বাস্তবায়নের পরে ভোলা জেলা সরাসরি পদ্মা সেতুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে যুক্ত হবে।

প্রস্তাবিত ভোলা সেতুটি নির্মাণ করা গেলে পদ্মা সেতুর সুবিধা আরও বাড়বে বলেও মনে করছে সরকার।

কালাবাদোর নদী পিপিপি বরিশাল-ভোলা ভোলা সেতু সেতু বিভাগ

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর