Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুর থেকে ২ লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার


৮ অক্টোবর ২০২০ ২১:১১

ঢাকা: সিঙ্গাপুর থেকে ২ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করা সার কিনতে ব্যয় হবে ৫২৯ কোটি ৪ লাখ ৩১ হাজার ১৫০ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত দু’টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সিঙ্গাপুরের সিএনএএমপিজিসি সিঙ্গাপুর পিটিই লিমিটেড কোম্পানি থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে ১ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানির করা হবে।’

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে ১ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার মোংলা বন্দরের মাধ্যমে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৫ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ১৫০ টাকা।

এই ১ লাখ সারের সরবরাহকারী প্রতিষ্ঠান জেনট্রেড এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট, দেশ ট্রেডিং করপোরেশন, ঢাকা); এগ্রিফার্ট লিভেন ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট, এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা); আরিস ফার্টিলাইজারস গ্রুপ পিটিই লিমিটেড, সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট, পোটন ট্রেডার্স, ঢাকা)।

আমদানি করা সার ইউরিয়া সার মোংলা বন্দর সরকারি ক্রয়

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর