Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুর থেকে ২ লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার


৮ অক্টোবর ২০২০ ২১:১১

ঢাকা: সিঙ্গাপুর থেকে ২ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করা সার কিনতে ব্যয় হবে ৫২৯ কোটি ৪ লাখ ৩১ হাজার ১৫০ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত দু’টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সিঙ্গাপুরের সিএনএএমপিজিসি সিঙ্গাপুর পিটিই লিমিটেড কোম্পানি থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে ১ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানির করা হবে।’

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে ১ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার মোংলা বন্দরের মাধ্যমে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৫ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ১৫০ টাকা।

এই ১ লাখ সারের সরবরাহকারী প্রতিষ্ঠান জেনট্রেড এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট, দেশ ট্রেডিং করপোরেশন, ঢাকা); এগ্রিফার্ট লিভেন ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট, এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা); আরিস ফার্টিলাইজারস গ্রুপ পিটিই লিমিটেড, সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট, পোটন ট্রেডার্স, ঢাকা)।

আমদানি করা সার ইউরিয়া সার মোংলা বন্দর সরকারি ক্রয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর