চট্টগ্রামে মিছিল-সমাবেশে ধর্ষণের প্রতিবাদ
৮ অক্টোবর ২০২০ ২১:৪৫
চট্টগ্রাম ব্যুরো: সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্নস্থানে মিছিল-সমাবেশ হয়েছে। এর মধ্যে নগরীর ওয়াসার মোড়ে কয়েক’শ তরুণ-তরুণী জড়ো হয়ে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নগরীর ওয়াসা মোড়ে জড়ো হওয়া তরুণ-তরুণীদের হাতে হাতে ছিল ধর্ষণ বিরোধী নানা প্ল্যাকার্ড। স্লোগানে–স্লোগানে তারা ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি জানান। ‘ধর্ষণের বিরুদ্ধে চট্টগ্রাম’ ব্যানারে একঘণ্টা অবস্থায় নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
প্রতিবাদ কর্মসূচিতে নয় দফা দাবি জানায় সংগঠনটি। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি ও সর্বোচ্চ শাস্তি কার্যকর, ধর্ষণের পরবর্তীতে অভিযুক্ত ও সন্দেহভাজন সকলের মেডিকেল টেস্ট ১২ ঘণ্টার মধ্যে নিশ্চিত করা, পূর্ববর্তী সকল ধর্ষণ মামলা আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করা, উত্ত্যক্ত ও সাইবার বুলিংয়ের ঘটনায় দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন কাউন্সিলর নিয়োগ দেওয়া উল্লেখযোগ্য।
এদিকে ‘সচেতন নাগরিকবৃন্দ’ সংগঠনের ব্যানারে নগরীর হালিশহর আবাসিক এলাকার এ-ব্লকে বালুরটেক এলাকায় মানববন্ধন হয়েছে। যুবনেতা ইমতিয়াজ সবুজের সভাপতিত্বে ও জেলা ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক খালিদ মিরাজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বন্দর শ্রমিক নেতা নুরুচ্ছাফা ভূঁইয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অ্যানি সেন, পাহাড়তলী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ড্যানি বিশ্বাস।
সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের প্রতিটি প্রান্তে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। নারীর প্রতি সহিংসতার যেন উৎসব শুরু হয়েছে। অতীতেও একের পর এক ঘটনা ঘটেছে। এসব ঘটনার দৃশ্যমান প্রতিকার না হওয়ায় অথবা আইনের ফাঁক গলে অপরাধীরা দায়মুক্তি পাওয়ায় দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। এই বিচারহীনতার সংস্কৃতিই দেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের মূল কারণ।’
তারা আরও বলেন, ‘যেকোনো ঘটনার পর গ্রেফতারই বড় কথা নয়। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি, রাজনৈতিক অপশক্তির পৃষ্ঠপোষকতা অপরাধীদের বেপরোয়া করে তুলেছে। এই ধর্ষক-নির্যাতনকারীদের আশ্রয়দাতা কথিত বড় ভাইদের তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। রাজনৈতিক প্রশ্রয় না পেলে এমন সীমাহীন অপরাধ প্রবণতার সৃষ্টি হতো না।’
এছাড়া চট্টগ্রাম প্রেসক্লাব ও নগরীর চেরাগি পাহাড় মোড়েও বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে।