Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নারীর পোশাক নিয়ে আলোচনা মানে ধর্ষণকে জায়েজ করা’


৮ অক্টোবর ২০২০ ২২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নারী ও শিশুর প্রতি সহিংসতাবিরোধী এক মানববন্ধনে বক্তারা বলেছেন, প্রতিটি ধর্ষণের ঘটনার পর আমরা কিছু আলোচনা দেখতে পাই। আক্রান্ত নারী বা শিশু কি ধরনের পোশাক পড়েছেন, কোথায় গেছেন- শুধু এসব আলোচনা। আক্রান্ত নারীর পোশাক নিয়ে কথার বলার মানে হচ্ছে, ধর্ষণকে জায়েজ করা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সকালে চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের সহযোগিতায় এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংগঠিত যুব সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘দেশজুড়ে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতার ঘটনা আমাদের দেশ ও সমাজের অবক্ষয়ের চিত্র। এখনই এই অবক্ষয়ের ইতি টানতে হবে। সহিংসতার শিকার নারীর চরিত্র নিয়ে আলোচনা বন্ধ করতে হবে। একজন নারী তার ইচ্ছেমতো পোশাক পড়বে, স্বাধীনভাবে চলাফেরা করবে, অবশ্যই রাতে ঘর থেকে বের হবে। নারীর ব্যক্তিস্বাধীনতাকে যারা ধর্ষণের কারণ হিসেবে উপস্থাপন করে, তারাও একেকজন ধর্ষকের সহযোগী এবং শাস্তির পথে বাধা।’

বিজ্ঞাপন

বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- টিআইবি পটিয়া শাখার সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, তাড়না ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সোলয়মান, বিএনপিএস’র লিয়াজোঁ কর্মকর্তা শরীফ চৌহান, কর্মসূচি সংগঠক বিপ্লব দাশ ও আবদুল করিম।

আক্রান্ত নারী পোশাক মানববন্ধন সহিংসতাবিরোধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর