Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় খুলিবিহীন শিশু, সাহায্যের আকুতি বাবার


৮ অক্টোবর ২০২০ ২২:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়া (পিরোজপুর): জেলার মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী হাসপাতালে মাথার খুলিবিহীন একটি শিশু জন্ম হয়েছে। তার মগজের ওপরে শুধু একটি আবরণ রয়েছে। বাচ্চাটি এখনও বেঁচে আছে।

বাচ্চটির বাবা জহির আকন বলেন, ‘মহান আল্লাহর ওপরে তো কারও হাত নাই। আমি একজন সামান্য সবজি বিক্রেতা আমার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করার জন্য আপ্রাণ চেষ্টা করিতেছি। এখন ওর উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, এই কষ্ট সহ্য করতে পারছি না।’ তিনি এই অসহায় শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য অর্থ দিয়ে সহায়তা কারর জন্য সবার কাছে অনুরোধ জানান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিকিৎসক ডা. মোজাম্মেল হক জানান, গতকাল বুধবার দুপুরে সিজার অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বাচ্চাটির মাথার খুলি না থাকার কারণে মগজের কিছু অংশ বাইরে বের হয়ে আছে। এ ধরনের শিশুর কোনো চিকিৎসা আছে বলে তার জানা নাই।

বিজ্ঞাপন

খুলিবিহীন একটি শিশু মঠবাড়িয়া সৌদি প্রবাসী হাসপাতাল