Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসসিসির প্রকৌশল বিভাগ: ৫১ প্রকৌশলীসহ ৬৮ জনের গণবদলি


৯ অক্টোবর ২০২০ ১৬:০১

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের বিভিন্ন শাখায় কর্মরত ৫১ প্রকৌশলী ও ১৭ জন কার্য সহকারীসহ মোট ৬৮ জনকে গণবদলি করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সংস্থাটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত আটটি পৃথক অফিস আদেশে এসব কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়।

বদলির তালিকায় রয়েছেন বিভিন্ন অঞ্চলের প্রকৌশলীসহ প্রকৌশল শাখায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। তবে কি কারণে তাদেরকে বদলি করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সারাবাংলাকে বলেন, ‘ঠিক কি কারণে বদলি করা হয়েছে সে বিষয়ে বলতে পারবো না। তবে সাধারণত সরকারি কর্মকর্তাদের বদলি করা হয় কাজের গতি ফেরাতে। তাই মনে হচ্ছে কাজের গতি ফেরাতে বদলি করা হয়েছে।’

টপ নিউজ ডিএসসিসি ডিএসসিসির প্রকৌশল বিভাগ