Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে স্ত্রীর লাথিতে আহত স্বামীর মৃত্যুর অভিযোগ


৯ অক্টোবর ২০২০ ১৯:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্ত্রীর লাথিতে আহত হয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পেয়েছে পুলিশ। ওই নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের বাড়িতে মারা যান আবুল হাশেম (৫০) নামে ওই ব্যক্তি। এরপর তার স্ত্রী লায়লা বেগমকে (৪০) আটক করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বণিক জানিয়েছেন, আবুল হাশেম পেশায় দিনমজুর। তাদের কোনো সন্তান ছিল না। এই দম্পতির মাঝে মাঝে ঝগড়া হতো। বুধবার ঝগড়ার একপর্যায়ে স্ত্রী তার অন্ডকোষে লাথি মারেন। আহত আবুল হাশেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান। কিন্তু শুক্রবার ভোরে আবারও অবস্থার অবনতি হলে তিনি মারা যান। এ ঘটনা জানার পর পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে লায়লাকে আটক করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক সুমন।

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর