Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ


৯ অক্টোবর ২০২০ ২০:৪৭

রাঙ্গামাটি: পাহাড় ও সমতলে নারী-শিশু ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ও বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধের দাবিতে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘ধর্ষণের বিরুদ্ধে রাঙ্গামাটি’ এই ব্যানারে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিত বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক তাহমিনা আক্তার, কোষাধ্যক্ষ নিউটন চাকমা, রাঙ্গামাটি শহর সমাজতান্ত্রিক
ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সুজন তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি কলেজ ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি নিপোলিয়ন চাকমা।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সারাদেশে নারী-শিশু, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। পাহাড় কিংবা সমতল কোথাও নারী-শিশু নিরাপদ নয়। বিচারহীনতার অপসংস্কৃতির কারণে ধর্ষণ-নিপীড়নের মতো ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে হামলা-মামলার শিকার হতে হচ্ছে। তাই কেবল আইন প্রনয়ণ নয়, আইন প্রয়োগে সরকারকে আন্তরিক হতে হবে। নারী-শিশু ও ধর্ষণ-নিপীড়নের বিচারকার্যগুলো দ্রুত শেষ করে রায় বাস্তবায়ন করা গেলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তারা।

অবস্থান কর্মসূচিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় এসে শেষ হয়।

বিজ্ঞাপন

ধর্ষণের প্রতিবাদ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর