Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুনটে পাকা সড়ক দ্বিখণ্ডিত, দুর্ভোগে ৫০ গ্রামের মানুষ


৯ অক্টোবর ২০২০ ২১:৫১ | আপডেট: ৯ অক্টোবর ২০২০ ২১:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় পেঁচিবাড়ি-চাঁনদিয়াড় পাকা সড়ক ভেঙ্গে দ্বিখণ্ডিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বর্ষণে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালের দিকে ওই সড়কের প্রায় ৫ মিটার অংশ ভেঙ্গে পাশের খালে বিলীন হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার কমপক্ষে ৫০ গ্রামের মানুষ।

জানা গেছে, পেঁচিবাড়ি বাজার থেকে চাঁনদিয়াড় সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০১১ সালে পাকা করা হয়। পরবর্তীতে একবার মেরামতও করা হয়েছে সড়কটি। সব মিলে ব্যয় হয়েছে কমপক্ষে দুই কোটি টাকা। সড়কটি নির্মাণের ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে উঠে।

বিজ্ঞাপন

এদিকে পেঁচিবাড়ি বাজার থেকে চাঁনদিয়াড় সেতু পর্যন্ত পাকা সড়কের গা ঘেঁষে এঁকেবেঁকে বয়ে গেছে সরকারি একটি খাল। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে খালটির পুনঃখননের কাজ শেষ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা। বাঙ্গালী নদী থেকে এই খাল দিয়ে এক সময় পানি প্রবাহিত হয়েছে। কিন্তু আশির দশকে খালের উৎসমুখ পেঁচিবাড়ি নামক স্থানে বাঁধ নির্মাণ করা হয়। সেটি বর্তমানে পাকা সড়কে পরিণত হয়েছে। ওই সড়ক দিয়ে সব ধরনের যানবহন চলাচল করে।

খালের উৎসমুখ বন্ধ করায় দীর্ঘদিন ধরে বাঙালি নদী থেকে খালের ভেতরে পানি প্রবেশ করতে পারছে না। এছাড়া খালের পানিতে নেই স্রোত। তারপরও সাড়ে চার কিলোমিটার পাকা সড়কের শতাধিক স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এর মধ্যে পেঁচিবাড়ি গ্রামের ভেতর সড়কের ৫ মিটার অংশ ভেঙে খালে বিলীন হয়েছে। ফলে ওই সড়কে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, পানি প্রবাহ বন্ধ হওয়ায় খালটি মরা খালে পরিণত হয়। এই খাল মানুষের কোনো কাজে আসেনি। এই খালটি অপরিকল্পিতভাবে পুনঃখনন করা হয়। অনেক জায়গায় খাড়াভাবে খাল খনন করায় ধসে পড়ছে পাড়ের মাটি। ভাঙ্গনের মুখে পড়েছে খালের পাড়ের বসতি। এক পর্যায়ে কয়েক দিনের ভারী বৃষ্টিতে সড়ক ভেঙ্গে দ্বিখন্ডিত হয়েছে। সেখানে প্রায় ৫ মিটার অংশ ফাঁকা হয়ে গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, এই খালটি পুনঃখননের আগে পাকা সড়কটি টিকে ছিল। কিন্তু অপরিকল্পিতভাবে খননের পর পাকা সড়ক ধসে খালে পড়েছে। খাল খনন করতে গিয়ে পাকা সড়কের পাশে জায়গা রাখা হয়নি। এ কারণে পাকা সড়কটি রক্ষা করা যাচ্ছে না। প্রবল বর্ষণে সড়ক
ভেঙ্গে দ্বিখন্ডিত হওয়া স্থান জরুরীভাবে মেরামত করা হবে।

ধুনট পাকা সড়ক বগুড়া সড়কে ভাঙ্গন