১৫ জিবি ইন্টারনেট বিনামূল্যে পাবেন চবি শিক্ষার্থীরা
১০ অক্টোবর ২০২০ ১৩:০৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইন ক্লাসে উপস্থিতি হার বাড়াতে প্রতিমাসে ১৫ গিগাবাইট (জিবি) ইন্টারনেট প্যাকেজ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি সিমে এই সেবা পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, দেশের সবজায়গায় ইন্টারনেট সুবিধা সমান নয়। বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিমাসে ১৫ জিবি মোবাইল ডাটা দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে রবি অপারেটরের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। শিগগিরই বাস্তবয়ন করা হবে। তবে রবি সিম কিনতে হবে।
এর আগে, করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে ৬ সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।