Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে জাপার প্রার্থী নাসির উদ্দিন


১০ অক্টোবর ২০২০ ১৭:৪০

ঢাকা: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হাজী মো. নাসির উদ্দিন সরকারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে তাদের মধ্য থেকে হাজী মো. নাসির উদ্দিনকে প্রার্থী ঘোষণা করেন।

এর আগে বনানী কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালামা ইসলাম এমপি, জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর। এই আসনে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে মাধ্যমে।

উপনির্বাচন ঘোষণা জাপা টপ নিউজ ঢাকা-১৮ আসন প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর