পদ্মায় তীব্র স্রোত, বসানো যায়নি সেতুর ৩২তম স্প্যান
১০ অক্টোবর ২০২০ ২০:০৫
মুন্সীগঞ্জ: নদীতে তীব্র স্রোতের কারণে বসানো যায়নি পদ্মাসেতুর ৩২তম স্প্যানটি। আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকলে শনিবার পদ্মাসেতুর ৩২তম স্প্যানটি বসানোর কথা ছিলো।
শনিবার (১০ অক্টোবর) পদ্মসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন। স্প্যানটি বর্তমানে ৪ ও ৫ নম্বর পিলারের কাছে নোঙ্গর করা আছে। আগামীকাল রোববার (১১ অক্টোবর) সকালে আবার স্প্যানটি বসানো শুরু হবে জানান তারা।
তিনি আরও জানান, স্প্যানটি সেতুর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারের ওপর বসানোর কথা ছিল। শনিবার সকাল থেকে সেতু কর্তৃপক্ষ স্প্যানটি বসানোর চেষ্টা করে। তবে স্রোতের তীব্রতার কারণে তা আর হয়ে ওঠেনি।
৩২তম স্প্যানটি বসলে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৮০০ মিটার অর্থাৎ প্রায় পাঁচ কিলোমিটার।
পদ্মাসেতু কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস ও বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্প্যান বসানোর কার্যক্রমে ধীরগতি দেখা দেয়। বর্তমানে পদ্মা নদীতে পানির গভীরতা অনুকূলে আসায় প্রকৌশলীরা স্প্যান বসানোর কাজে গতি আনার পরিকল্পনা করছেন।