বেগমগঞ্জে নারী নির্যাতন: আরও ১ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
১০ অক্টোবর ২০২০ ২০:২৬
নোয়াখালী: জেলার বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় দেলোয়ারের সহযোগি মাঈনুদ্দিন সাহেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুই দিনের রিমান্ড শেষে সন্ধ্যা ৫টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেহ উদ্দিন মিজানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় এই আসামি।
এ নিয়ে ৫ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল শুক্রবার সোহাগ ও নূর হোসেন রাসেল এবং বৃহস্পতিবার আবদুর রহিম এবং স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এর আগে, বুধবার রাতে একলাশপুর এলাকা থেকে মাঈনুদ্দিন সাহেদকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার ২ দিনের রিমান্ডে নেওয়া হয়।
সরকারি রেজিস্ট্রার অফিসার (জিআরও) মো. সোহেল রানা জানান, দুই দিনের রিমান্ড শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেহ উদ্দিন মিজান ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় মাঈনুদ্দিন সাহেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে তার সংশিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ।