Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি নারী সাংবাদিক কেন্দ্রের


১০ অক্টোবর ২০২০ ২৩:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূর দলবেঁধে ধর্ষণের ঘটনাসহ দেশব্যাপি শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে নিন্দা জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট শাখা। শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ দাবি জানানো হয়।

এ সময় নারী সাংবাদিক কেন্দ্রের নেতারা বলেন, ‘দেশে এখন নারীরা নিরাপদ নয়। স্বজনের সাথে থেকেও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে দুষ্কৃতিকারীরা একের পর এক অপরাধ ন্যাক্কারজনক নৃশংস ঘটনা নিত্যদিন করে যাচ্ছে। এ কারণে অবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। না হলে এই দুষ্কৃকিকারীরা বারবার পার পেয়ে যাবে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে সংগঠনের সিলেট জেলার আহ্বায়ক বিলকিস আক্তার সুমি, সিনিয়র সদস্য মনিকা ইসলাম, এসএ কাকন, সূবর্না হামিদ, অমিতা সিংহা ফাতেমা সুলতানা অন্যা মাসুদা সিদ্দিকা রুহি ধর্ষক ও নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

নারী ধর্ষণের প্রতিবাদে নারী সাংবাদিক বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট শাখা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর