Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে চার বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার ১


১১ অক্টোবর ২০২০ ১৩:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্ল্যাপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১০ অক্টোবর) রাতে শাওন প্রধানকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাওন সাদুল্ল্যাপুর উপজেলার ইদুলপুরের ছোট গয়েশপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শনিবার সকালে শিশুটি পাশের বাড়িতে বিয়ের গান শুনতে যায়। এক পর্যায়ে শাওন শিশুটিকে ভুলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলেও গানের শব্দে কেউ শুনতে পায়নি। পরে শিশুটি তার মাকে ঘটনাটি বললে বিকেলে তার মা হামিদা বেগম বাদী হয়ে সাদুল্ল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলা দায়েরের পর সাদুল্ল্যাপুর থানার ওসি মাসুদ রানা শনিবার রাতে শাওনকে গ্রেফতার করে। আজ রবিবার দুপুরে তাকে গাইবান্ধা জেলহাজাতে পাঠানো হয়েছে।

গাইবান্ধা ধর্ষণের শিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর