Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ অনুপ্রবেশ: মালয়েশিয়ায় ৬০ চীনা নাগরিক আটক


১১ অক্টোবর ২০২০ ১৩:৩৮

মালয়েশিয়ার সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ছয় নৌকাসহ ৬০ জন চীনা নাগরিককে আটক করা হয়েছে। খবর রয়টার্স।

শনিবার (১০ অক্টোবর) মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এমএমইএ’র বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর অঙ্গরাজ্যের সমুদ্রসীমায় অভিযান চালিয়ে মাছধরা নৌকাগুলো আটক করা হয়।

এ ব্যাপারে এজেন্সির আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জুলফাদলি নায়ান রয়টার্সকে বলেন, খতিয়ে দেখা গেছে নৌকাগুলো চীনের কিনহুয়াংদাওয়ে নিবন্ধন করা।

এদিকে, আটক নৌকাগুলোতে ছয়জন ক্যাপ্টেন এবং ৫৪ জন ক্রু ছিলেন। তারা সবাই চীনা নাগরিক এবং বয়স ৩১ থেকে ৬০ বছরের মধ্যে।

মালয়েশিয় কর্তৃপক্ষের দাবি, আটকের সময় নৌকাগুলোতে কোনো মালামাল ছিল না। ধারণা করা হচ্ছে, সেগুলো উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় যাচ্ছিল। কিন্তু, যান্ত্রিক গোলযোগের কারণে তাদের মালয়েশিয়ার সমুদ্রসীমায় থামতে হয়।

প্রসঙ্গত, চীনের সঙ্গে মালয়েশিয়ার সমুদ্রবিরোধ অনেকদিনের। এ অঞ্চলের অন্যতম পণ্য পরিবহনের রুট দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশই নিজেদের বলে দাবি করে চীন। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে মালয়েশিয়ার সমুদ্রসীমায় অন্তত ৮৯বার চীনা কোস্টগার্ডের অনুপ্রবেশের অভিযোগ করেছে মালয়েশিয়া।

এমনকি, চলতি বছরের শুরুতেও মালয়েশিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় এক মাসব্যাপী অনুসন্ধান চালিয়েছিল চীনের একটি অনুসন্ধানী জাহাজ।

অবৈধ অনুপ্রবেশ চীন চীনা নাগরিক আটক মালয়েশিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর