পুঁজিবাজারে সূচকের বড় পতন
১১ অক্টোবর ২০২০ ১৫:২৫
ঢাকা: পুঁজিবাজারে সূচকের বড় ধরনের দরপতন হয়েছে। রোববার (১১ অক্টোবর) দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫৮ পয়েন্টে নেমে আসে। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিন সিএসই‘র প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৮৫ পয়েন্টে নেমে আসে। তবে দিনশেষে উভয় পুঁজিবাজারে আর্থিক লেনদেন বেড়েছে।
এদিকে রোববার ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের ৩৯ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৮০টির, কমেছে ২৩৯টির এবং ৩৬টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫৮ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৯৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৪৭ পয়েন্টে নেমে আসে। দিনশেষে ডিএসইতে ৮৭৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে ৭৯৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
অন্যদিকে এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭২টি প্রতিষ্ঠানের ১ কোটি ৯ লাখ ৬৯ হাজার ৬৭০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৬৬টির, কমেছে ১৭৯টির এবং ২৭টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৪৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৮৫ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে ২২ কোটি ৯টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।