Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবুজবাগে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২


১১ অক্টোবর ২০২০ ১৫:৫১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর সবুজবাগে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— সবুজ মিয়া (৩২) ও তার সহযোগী আব্দুস সামাদ (৩৫)।

রবিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন সরকার জানান, ছয়মাস আগে তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সবুজ মিয়ার। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। গত ৪ অক্টোবর বিয়ের জন্য পূর্ব বাসাবোতে সবুজ মিয়ার বাসায় আসে তরুণী। বিয়ে করবে বলে সবুজ তার বাসাতেই রেখে দেয় তরুণীকে।

এসআই আরও  জানান, চলতি মাসে ৪ তারিখ থেকে গতকাল ১০ তারিখ পর্যন্ত সবুজ বিয়ের কথা বলে তরুনীকে ধর্ষণ করে। গতকাল বিয়ের কথা বললে নানারকম তালবাহানা দেখায়। পরে তরুণী গতকাল রাতে সবুজ মিয়া ও তার সহযোগী সামাদের নামে মামলা করে। রাতেই আসামিদের গ্রেফতার করা হয়।

এসআই জানান, তরুণীর শারীরিক পরীক্ষার জন্য রবিবার বেলা ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন।

তরুণীকে ধর্ষণ সবুজবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর