Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষ, মৃত ১৮


১১ অক্টোবর ২০২০ ১৭:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ৫০ কিলোমিটার পূর্বে ট্রেন ও বাসের সংঘর্ষে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। খবর এএফপি।

রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকালে ওই দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের রাজ্য রেল গভর্নর নিরুত মানিফান ওই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে সরকারি কর্মকর্তাদের বরাতে কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তীর্থযাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে অপরদিক থেকে আসা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে, গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

অন্যদিকে, ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওচিত্র থেকে দেখা গেছে যাত্রীবোঝাই বাসটি রেল লাইনে উঠে গেলে নীল রংয়ের একটি কার্গো ট্রেন গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে ওই বাসে আঘাত করে।

পাশাপাশি, উদ্ধারকারীদের মাধ্যমে সামাজিক যোগাযগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো থেকে দেখা যায়, যাত্রীবাহী বাসটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। মরদেহগুলোও একটি আরেকটির সঙ্গে মিশে এক একটি মাংসের স্তুপে পরিণত হয়েছে।

আহত তীর্থযাত্রী থাইল্যান্ড বাস-ট্রেন সংঘর্ষ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর