‘বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে চাই’
১১ অক্টোবর ২০২০ ১৮:২৩
ঢাকা: প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম বলেছেন, বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে চাই। প্রতিযোগিতা সুস্থ না হলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। আমরা বাঁচার জন্য ভোগ করি। ভোগের জন্য নানা পণ্য কিনতে মার্কেটে যাই। আমাদের জীবন মার্কেট কেন্দ্রিক। যে দেশের মার্কেট যত বড় সে দেশ তত ধনী। মার্কেট ইকোনমিতে কমিশন প্রতিযোগিতা নিশ্চিতে কাজ করছে।
রোববার (১১ অক্টোবর) নগরীরর ইস্কাটনে সংস্থাটির সম্মেলন কক্ষে ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ শিরোনামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালি কর্মশালা উদ্বোধন করেন বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দীন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য জিএম সালেহ উদ্দিন, মো. আব্দুর রউফ, ড. এ এফ এম মনজুর কাদির।
মফিজুল ইসলাম বলেন, ‘বাজার একটা খেলার মাঠ। আর খেলোয়াড় হচ্ছে উৎপাদনকারী, ব্যবসায়ী, ভোগকারী। সরকার বাজারের রেফারি। বাজারে অসুস্থ প্রতিযোগিতা হলে কমিশন আইন প্রয়োগ করবে। সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে সবধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে শাস্তির জন্য আইন প্রয়োগ করা হবে।’
কমিশন প্রসঙ্গে মফিজুল ইসলাম বলেন, ‘সুস্থ মার্কেট প্রতিযোগিতা নিশ্চিত করতে কমিশন নানা ধরণের কাজ করে যাচ্ছে। তবে আমাদের অনেকে প্রতিযোগিতা কমিশনের বিষয়ে অবগত নয়। সাধারণ মানুষতো দূরের কথা অনেক শিক্ষিত সমাজ এমনকি সাংবাদিক ভাই-বোনেরা কমিশন বিষয়ে অনেক কিছু জানেন না। অনেকে জানে না কমিশনের কাজ কী? এইভাবে আমরা বর্তমানে চলছি। অনেক সময় নিজের পরিচয় দিতেও ৩০ মিনিট সময় লাগে।’
তিনি বলেন, ‘দুটি সোর্স থেকে তথ্য নিয়ে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। কেউ স্বপ্রণোদিতভাবে তথ্য দিলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। অন্যদিকে সাংবাদিকদের রিপোর্ট দেখে আমরা আইন প্রয়োগ করি। কয়েকদিন আগে রিপোর্ট হলো- বাজারে পেঁয়াজে ঝাঁজ বাড়ছে, চালের দামে অস্বস্তি। এইসব রিপোর্ট আমাদের জন্য খুবই প্রয়োজন। মার্কেট কেন্দ্রিক রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ।’
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিজেএফবি’র সভাপতি এফ এইচ এম হুমায়ন কবীর, সহ-সভাপতি হামিদ-উজ-জামান, সাধারণ সম্পাদ আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মফিজুল সাদিক প্রমুখ।