Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ডের নামে মিলনকে হত্যা করা হয়েছে: রিজভী


১২ মার্চ ২০১৮ ১৯:৫৯

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা:  বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচির অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘রিমান্ডের নামে পুলিশ নির্যাতন করে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের এভাবে টার্গেট করে হত্যা, নির্যাতন ও নিপীড়নে মেতে উঠেছে সরকার।’

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকালে পুলিশ হেফাজতে ছাত্রদল নেতা মৃত্যুর প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকার টার্গেট করে পাশবিক নির্যাতনের মাধ্যমে প্রতিবাদী তরুণসমাজকে ক্ষতবিক্ষত করে নিজেদের ক্ষমতায় ঠিকে থাকার চেষ্টা করছে। এ জন্যই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে মৃত্যুর পরোয়ানার হুকুম দিয়ে  মাঠে নামিয়েছে। বেছে বেছে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের তরুণনেতাদের গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে। রিমান্ডের নামে তরুণনেতাদের মেরে ফেলা হচ্ছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেস ক্লাবের অনুষ্ঠিত মানববন্ধন থেকে ফেরার পথে গত ৬ মার্চ পুলিশ গ্রেফতার করে। পরদিন ৭ মার্চ রমনা থানা পুলিশ তাকে রিমান্ডে নেয়। রিমান্ডের নামে জাকিরের ওপর বর্ররোচিত নিষ্ঠুর নির্যাতন চালানোর পর আবার তাকে ডিবি কার্যালয়ে রিমান্ডে নেওয়া হয়। এভাবে টানা তিনদিন রিমান্ডে নিয়ে জাকিরকে পাশবিক নির্যাতন চালানোর পর মৃতপ্রায় অবস্থায় গতকাল তাকে কারাগারে পাঠানো হয়। মূমূর্ষ অবস্থায় বিনা চিকিৎসায় আজ ভোরে মিলনের মর্মান্তিক ও হ্নদয় বিদারক মৃত্যু হয়।’

রিজভী বলেন, ‘সরকার বিচারবর্হিভুত হত্যা-গুম করে নদীর ধারে, নালার ধারে, খালের ধারে মেরে ফেলা দেওয়া হচ্ছে। সরকার আরেকটি নতুন অধ্যায়, নতুন খাতা খুলল সেটা হল রিমান্ডের নামে হত্যা।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব।

প্রসঙ্গত, নিহত জাকির ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি এবং তেজগাঁও থানার ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। গত ৬ মার্চ পুলিশ তাকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার করে।

সারাবাংলা/জিএস/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর