শ্রমিক লীগকে বিভাজনে না জড়ানোর আহ্বান উপমন্ত্রী নওফেলের
১২ অক্টোবর ২০২০ ২২:১৬
চট্টগ্রাম ব্যুরো: বিভাজন বাদ দিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার জন্য শ্রমিক লীগের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপমন্ত্রী নওফেল এ আহ্বান জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, ‘শ্রমিক লীগ বঙ্গবন্ধুর প্রাণপ্রিয় সংগঠন। ছয় দফার আন্দোলনে শ্রমিক মনু মিয়া রক্ত দিয়েছেন। এই রক্তাধারা নিয়েই এগিয়ে গেছে শ্রমিক লীগ। আজ যারা শ্রমিক লীগের নেতৃত্বে আছেন, তাদের একটি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতে হবে। একটি পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থায় শ্রমিকদের অনেক সংকটে থাকতে হয়। এই সংকট মোকাবিলায় চরমপন্থা নয়, বঙ্গবন্ধুর গণতান্ত্রিক সমাজবাদ হোক আমাদের সামগ্রিক মুক্তির ঠিকানা।’
বিভাজনে না জড়ানোর তাগিদ দিয়ে তিনি শ্রমিক নেতাদের বলেন, ‘আজ সিবিএ-নন সিবিএ অনেকেই এখানে আছেন। আপনাদের কাছে অনুরোধ, কোনো বিভাজন নয়। আমাদের নেত্রীর কাছে আপনারা ঐক্যের বার্তা পৌঁছে দেন। আমার বাবা এ বি এম মহিউদ্দিন চৌধুরীও শ্রমিক রাজনীতি করেছেন। চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ উনার হাতে গড়া সংগঠন। আমৃত্যু তিনি শ্রমিকদের জন্য নিবেদিত ছিলেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, সাম্যের মন্ত্র ধারণ করে সুষম বণ্টনের জন্য লড়াই করুন। ধ্বংসাত্মক পথে না গিয়ে সৃষ্টির মন্ত্রে লড়াই করুন।’
সভায় নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘শ্রমিক লীগের নেতাদের শ্রমিকদের স্বার্থরক্ষায় কাজ করে যেতে হবে। সমস্যা যদি সমাধান করতে না পারেন, তাহলে নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন উঠবে। এজন্য সিবিএ-নন সিবিএ সবাইকে শ্রমিক শ্রেণির মঙ্গলে নিবেদিত হবে। কিন্তু সেটা না করে কেউ যদি দুর্নীতিতে জড়িয়ে পড়েন, তাহলে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
শ্রমিক নেতা আবদুল আহাদের সভাপতিত্বে ও আবুল হোসেন আবু’র সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, কার্যনির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, শ্রমিক নেতা মাহফুজুর রহমান খান, শেখ লোকমান হোসেন, মাসুম চৌধুরী, নাছির উদ্দিন মোল্লা, গাজি জসিম উদ্দিন, আবদুল মতিন মাস্টার, কামাল উদ্দিন বাদল, ছাবের আহমদ, শাহজাহান ভূঁইয়া, এস এম নুরুল আব্বাস, আবু জাফর সরকার, মোজাম্মেল হোসেন, আকবর হোসেন, নাঈমুল করিম, নুরুল আবছার, খোরশেদ আলম, বেলাল হোসেন, হাবিবুর রহমান, এ কে আজাদ, হাসান মুরাদ, সোহরাব হোসেন রিয়াদ, নায়েবুব ইসলাম, আবুল হোসেন, ছুট্টু মিয়া, আবদুল মোমেন জসিম, হাজী আবু জাফর সরকার।
৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ঐক্য মহিবুল হাসান চৌধুরী নওফেল শ্রমিক লীগ