Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: যুক্তরাজ্যে ৩ স্তরের সতর্কতা জারি


১২ অক্টোবর ২০২০ ২৩:২৮

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যে তিন স্তরবিশিষ্ট লকডাউন বা সতর্কতা ব্যবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসি।

সোমবার (১২ অক্টোবর) পার্লামেন্টের নিম্নকক্ষে (হাউজ অব কমন্স) হাজির হয়ে এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

বরিস জনসন বলেন, মহামারি মোকাবিলায় আরেক দফায় লকডাউনে যাওয়া কার্যকর সমাধান নয়। তার পরিবর্তে নতুন তিন স্তরের (মাঝারি, উচ্চ, অতি উচ্চ) সতর্কতামূলক ব্যবস্থা চালু করা হবে।

যুক্তরাজ্যের বেশিরভাগ এলাকা মাঝারি মাত্রার সতর্কতার আওতায় থাকবে। অর্থাৎ, ওই অঞ্চলগুলোতে এরই মধ্যে যেসব বিধিনিষেধ জারি করা হয়েছে তা বহাল থাকবে। সেইসঙ্গে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করা থাকবে – বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

পাশাপাশি, যেসব অঞ্চলে এরই মধ্যে স্থানীয় পর্যায়ে বাড়ির বাইরে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সেই অঞ্চলগুলো উচ্চ সতর্কতার আওতায় চলে আসবে।

এদিকে, উচ্চ মাত্রার সতর্কতার অংশ হিসেবে ঘরোয়া অনুষ্ঠান এবং বাগানে জমায়েত নিষিদ্ধ থাকবে। ওইসব অঞ্চলে বন্ধ থাকবে পাব, জিম এবং ক্যাসিনো।

অন্যদিকে, লিভারপুল সিটি অঞ্চল থাকবে উচ্চ সতর্কতার আওতায়।

তবে, সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

অপরদিকে, এই তিন স্তরবিশিষ্ট সতর্কতামূলক ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

কোভিড-১৯ টপ নিউজ তিন স্তরের সতর্কতা নভেল করোনাভাইরাস বরিস জনসন যুক্তরাজ্য লকডাউন


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর