Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়া পুলিশের ‘কুখ্যাত’ সার্স ইউনিট বিলুপ্ত


১২ অক্টোবর ২০২০ ২৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বিচারে পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে নাইজেরিয়া পুলিশের ডাকাতি প্রতিরোধে গঠিত বিশেষ ইউনিট (সার্স) এর বিলোপ চেয়ে রাস্তায় নেমেছেন তরুণ বিক্ষোভকারীরা। খবর সিএনএন।

রোববার (১১ অক্টোবর) নাইজেরিয়াজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে পুলিশের সার্স ইউনিট বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট।

এ ব্যাপারে নাইজেরিয়া পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুসারে ১১ অক্টোবর থেকে ডাকাতি প্রতিরোধে গঠিত সার্স ইউনিট বিলুপ্ত হয়েছে। নাইজেরিয়ার ৩৬ রাজ্যে সার্স ইউনিটের সকল কার্যক্রম বন্ধ থাকবে। শীগগিরিই সার্স ইউনিটের পুলিশ সদস্যদের প্রেষণে অন্য ইউনিটে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

এদিকে, সরকারি সিদ্ধান্তকে বিক্ষোভকারীদের একাংশের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

অন্যদিকে, পুলিশি ব্যবস্থার সংস্কার চেয়ে রাস্তায় নামা তরুণদের মধ্যে অনেকেই বলেছেন – কেবল সার্স ইউনিটের বিলোপই যথেষ্ঠ নয়। ওই ইউনিটের কৃতকর্ম বিচারবিভাগের মাধ্যমে স্বাধীন তদন্ত হওয়া দরকার।

নাইজেরিয়া পুলিশ সংস্কার পুলিশি নির্যাতন সার্স ইউনিট