Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত


১৩ অক্টোবর ২০২০ ১৪:৫০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ১৬:১৪

ফাইল ছবি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়ে। পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) হুমায়ুন কবীর সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবীর জানান, গত কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। দুইদিন আগে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর) তার করোনা পজিটিভ আসে।

এদিকে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তিনি নিজেই টেলিফোনে সারাবাংলাকে বিষয়টি জানান।

এম এ মান্নান করোনা পজিটিভ পরিকল্পনামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর