Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯ মোকাবিলায় আইসিডিডিআরবির পাশে মেভেরিক্স রোটারি ক্লাব


১৩ অক্টোবর ২০২০ ২২:৫০

ঢাকা: কক্সবাজারের টেকনাফে জোরপূর্বক স্থানচ্যূত মিয়ানমারের নাগরিক বা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বেসরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ-আইসিডিডিআরবির নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলার চলমান কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আইসিডিডিআরবি, বাংলাদেশের রোটারি ক্লাব ঢাকা মেভেরিক্স এবং যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের রোটারি ক্লাব অব নিউ হ্যাভেন, রেটার‍্যাক্ট ক্লাব অব ইয়েল এবং অন্যান্য রোটারি ও রোটার‍্যাক্ট চুক্তিটি স্বাক্ষর করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) আইসিডিডিআরবির মহাখালী ক্যাম্পাসে আয়োজিত একটি অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের অন্তর্গত দ্য রোটারি ফাউন্ডেশন গ্লোবাল গ্র্যান্ট-এর আওতায় রোটারি ক্লাব আইসিডিডিআরবিকে ৫২ হাজার ৯৮৮ মার্কিন ডলারের একটি চেক হস্তান্তর করা হয়।

এই চুক্তি অনুযায়ী, রোটারি ক্লাবের আর্থিক সহায়তায় আইসিডিডিআরবি শরণার্থী শিবিরে এর দুটি প্রকল্প সাইটে রোহিঙ্গা শরণার্থীদের সেবায় কর্মরত স্বাস্থ্য কর্মী এবং গবেষকদের ব্যক্তিগত সুরক্ষাকে আরও জোরদার করবে বলে জানানো হয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

অনুষ্ঠানে রোটারি ক্লাব ঢাকা মেভেরিক্স-এর সভাপতি তাহসিনা রহমান আইসিডিডিআরবির কোভিড-১৯ মোকাবিলায় কার্যক্রমের প্রশংসা করেন।

তাহসিনা রহমান বলেন, ‘বাংলাদেশ সরকারের সহায়তায় আইসিডিডিআরবি কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমের অগ্রভাগে রয়েছে, যার ব্যাপ্তি গবেষণা থেকে শুরু করে সেবা পর্যন্ত। টেকনাফে তাদের অতুলনীয় কার্যক্রমের অংশীদার হতে পেরে আমরা গর্বিত বোধ করছি। বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে আইসিডিডিআরবির সঙ্গে আরও সহযোগিতামূলক কাজ করার বিষয়ে আমরা আশাবাদ ব্যক্ত করছি।’

অনুষ্ঠানে আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, ‘টেকনাফে আমাদের কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমকে জোরদার করতে রোটারি ক্লাবের এই সহায়তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মহামারীর এই সময়ে আমাদের স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে অগ্রগণ্য বিষয়। এই সহায়তা সত্যিই আমাদের জন্য করোনাভাইরাস মোকাবিলা এবং সেবার ব্যাপ্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।‘

বিজ্ঞাপন

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিডিআরবির এমেরিটাস সায়েন্টিস্ট ড. মো. সিরাজুল ইসলাম এবং রোটারি ক্লাব ও আইসিডিডিআরবির প্রতিনিধিরা।

আইসিডিডিআরবি স্থানচ্যূত

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর