আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, পুলিশের না!
১৪ অক্টোবর ২০২০ ২২:০৫
সাভার: আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মী করে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার ঘটেছে। এসময় ডাকাতরা বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তবে এ ঘটনাটি অস্বীকার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার আহসানউল্লাহর দ্বিতীয় তলা বাড়িতে ঢুকে জানালার গ্রীল কেটে অস্ত্র নিয়ে ডাকাতি করা হয়।
ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মী করে নগদ প্রায় ৩০ লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার এবং পাঁচটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
তারা আরও জানান, বাড়ির পেছনের দোতলার এক জানালার গ্রীল কেটে ঘরে ঢোকে ৮ থেকে ৯ সদস্যের ডাকাতদল। ঐ ঘরে রাতে কেউ ঘুমাতো না। বাড়িতে ঢুকেই বাড়ির মালিককে রশি দিয়ে বেঁধে ফেলে ডাকাতরা। তারপর অবস্থা বেগতিক দেখে তিনি ডাকাতদের উদ্দেশ্যে বলেন কাউকে কিছু বলোনা, যা নেয়ার নিয়ে যাও। প্রায় ঘন্টাখানেক ধরে ডাকাতরা বাড়িতে অবস্থান করে। বাধা না দেয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আহসানউল্লাহ।
এ বিষয়ে আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান ডাকাতির ঘটনা অস্বীকার করে বলেন, অস্ত্রের মুখে জিম্মী করে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন লুট করে নিয়ে যাওয়ার মত কোন ঘটনাই ঘটেনি। ঘরের গ্রীল কেটে চোর ঘরে প্রবেশ করার চেষ্টা করে। লোকজনের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।