Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ করোনায় আক্রান্ত


১৫ অক্টোবর ২০২০ ১৯:৪৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১৯:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। সেলিম মাহমুদ নিজেই সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করিয়েছিলেন ড. সেলিম মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) করোনা পজিটিভ হয়েছেন বলে রিপোর্ট পান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ড. সেলিম মাহমুদ সারাবাংলাকে বলেন, গতকাল (বুধবার) আমার করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। সিটি স্ক্যানে ফুসফুসে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে।’

বিজ্ঞাপন

সেলিম মাহমুদ আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ তথা বিশ্বমানবতার এই ক্রান্তিকালে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াতে বলেছিলেন। তার আহ্বানে অনুপ্রাণিত হয়ে করোনা মহামারির মধ্যেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে উঠে আবারও মানুষের পাশে দাঁড়াতে পারি।

ড. সেলিম মাহমুদ এর আগে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে নিজ এলাকা চাঁদপুরসহ ঢাকায় বিভিন্ন দলীয় কর্মসূচিতে সশরীরে অংশ নিয়ে আসছেন। করোনায় আক্রান্ত মানুষসহ মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ উদ্যোগে অত্যাধুনিক হাই ফ্লো অক্সিজেন ক্যানোলাসহ ২১টি অক্সিজেন সরবরাহকারী সরঞ্জামও সরবরাহ করেছেন তিনি। এছাড়া করোনা সংকটের মধ্যে ড. সেলিম মাহমুদ কচুয়ায় দুই দফায় ৩১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র পৌঁছে দেন।

করোনা পজিটিভ করোনা সংক্রমণ করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ ড. সেলিম মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর