রোহিঙ্গা প্রত্যাবাসনে ফের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান
১৫ অক্টোবর ২০২০ ২১:৫২
মিয়ানমারের রাখাইন থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে ফের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি যুক্তরাষ্ট্রকেও এ বিষয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
ঢাকায় সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিগান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের ওপর জোর দেন। তিনি বলেন, আমরা অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চাই। যুক্তরাষ্ট্রসহ বিশ্ব সম্প্রদায়ের উচিত মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়ায় সহায়তা করা।
রোহিঙ্গা সংকট পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ১১ লাখেরও বেশি মানুষ বাংলাদেশে রয়েছে। এটি আমাদের জন্য অতিরিক্ত বোঝা। সমস্যাটি মিয়ানমার তৈরি করেছে। আমরা তাদের সঙ্গে সংলাপও করেছি। তাদের উচিত তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া।
শেখ হাসিনা বলেন, মিয়ানমারের বিপুল সংখ্যক বাস্তুচ্যুত নাগরিক কক্সবাজারে আশ্রয় শিবিরগুলোতে বাস করছে। এটি একটি সামাজিক সমস্যা। কিছু মহল অসামাজিক কার্যকলাপে জড়িত হতে তাদেরকে ভুল পথে চালিত করতে পারে। সুতরাং, আমরা অবিলম্বে তাদের স্বদেশে প্রত্যাবাসন করাতে চাই।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় উল্লেখ করে স্টিফেন বিগান বলেন, ‘আমরা এই ইস্যুতে বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখব।’
প্রধানমন্ত্রী ও মার্কিন উপপররাষ্ট্রমস্ত্রী যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামি বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়েও আলোচনা করেন। এ বিষয়ে স্টিফেন ই বিগান জানান, মার্কিন অ্যাটর্নি জেনারেল অফিস বিষয়টি পর্যালোচনা করছে।
কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সেবা আবার চালু করা হবে বলেও আশ্বাস দেন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।
যুক্তরাষ্ট্রে করোনভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী বলেন, মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের দুই লাখেরও বেশি লোক মারা গেছে। আমরা ভ্যাকসিন সহজলভ্য করার কাছাকাছি এসে গেছি। আশা করি আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে এ ভ্যাকসিন পাওয়া যাবে। বেশ কয়েকটি মার্কিন কোম্পানি ভ্যাকসিন তৈরি করছে এবং আগামী বছর থেকে ব্যাপক হারে টিকাদান শুরু হবে।
মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক স্থিতিশীলতা ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ বিপুল পরিমাণে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায়।
প্রধানমন্ত্রী বলেন, দেশ-বিদেশ থেকে আরও বেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার দেশজুড়ে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। পরে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র ইংরেজি অনুবাদের একটি কপি উপহার দেন প্রধানমন্ত্রী।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সাক্ষাৎ স্টিফেন বিগান