Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফিরতে সহযোগিতা করা হবে: উপমন্ত্রী


১৫ অক্টোবর ২০২০ ২২:১৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০৮:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন- বাংলাদেশ এই অঞ্চলে আমাদের কাজের কেন্দ্রস্থল হবে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন জানিয়েছে, উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান ঢাকা সফরে এসে বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ভ্রমণ কমেছে এবং দূতাবাসগুলোর স্বাভাবিক কার্যক্রমের ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে। যেসব বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে তাদের বিশ্ববিদ্যালয়ে ফিরতে চাচ্ছে, তাদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘এটি বলতেই হবে যে এই মহামারি আমাদের শিক্ষার্থী, আমাদের দেশ ও আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ডের ওপর অনেকটাই প্রভাব বিস্তার করবে। তবে আমি অত্যন্ত আস্থার সঙ্গে বলতে পারি, ভ্যাকসিনের চিকিৎসা শেষ হওয়ার পরে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।’

আরও পড়ুন- রোহিঙ্গা প্রত্যাবাসনে ফের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান

মিয়ামিতে বাংলাদেশের নতুন কনস্যুলেট স্থাপন বিষয়ে স্টিফেন বিগান বলেন, ‘আমাদের বৈঠক চলাকালে আমি আনন্দের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেছি, যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট স্থাপনের জন্য প্রয়োজনীয় সব অনুমোদন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা এখন আমেরিকান ও আমেরিকান সমাজের শক্তিশালী অংশ বৃহত্তর বাংলাদেশি আমেরিকান কমিউনিটির স্বার্থে বাংলাদেশি বন্ধুদের আনুষ্ঠানিক কূটনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের অপেক্ষায় রয়েছি।’

মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের ভিসা স্টিফেন বিগান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর