Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ মহল রাতকে দিন করার মতো অপপ্রচার করছে: বিপ্লব বড়ুয়া


১৫ অক্টোবর ২০২০ ২০:৪৯

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায়, আমাদের বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার, গুজব, অসত্য দিনকে রাত, রাতকে দিন করার মতো অসত্য একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে একটি বিশেষ মহল, চিহ্নিত মহল এই কাজগুলো করে যাচ্ছে। বাংলাদেশের বাইরে থেকেও করে যাচ্ছে, ভেতর থেকেও করছে।

বৃহস্পতিবার ( ১৫ই অক্টোবর) সকাল সাড়ে দশটায় ৫/১ কনকর্ড আর্কেডিয়া, ৬ষ্ঠ তলায় ধানমন্ডিতে ‘আমরা কজন মুজিব সেনা’র প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান, প্রধান বক্তা হিসেবে জসিম উদ্দিন আহমেদ প্রতিষ্ঠাতা, আমরা ক’জন মুজিব সেনা, বিশেষ বক্তা সৈয়দ আবু তোহা, সদস্য সমন্বয়কারী, আমরা ক’জন মুজিব সেনা, বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বক্তা হিসাবে মোজাম্মেল হোসেন বেলাল, সাবেক সদস্য সমন্বয়কারী ও জাকির হোসেন মারুফও বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইদ আহমেদ বাবু, সদস্য সভা পরিচালনা, আমরা কজন মুজিব সেনা। বিপ্লব বড়ুয়া সংগঠনটির অতীত ভূমিকার কথা তুলে ধরে ঐতিহত্যবাহী সংগঠনটি সামনের দিনে নবতর যাত্রা শুরু হবে বলে আশাবাদ করেন।

তিনি বলেন, ‘আপনারা বলেছেন এটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমাদের প্রচলিত রাজনৈতিক সংগঠনে এই কাজগুলো বেশি করা হয় না। আমরা ইস্যুভিত্তিক এবং কর্মসূচি ভিত্তিক কাজ করি। কিন্তু গবেষণা সাহিত্য সংস্কৃতির বিষয়টা একটি নিরবিচ্ছিন্ন বিষয়। এটি আমাদেরকে সারাবছর করতে হবে।’

বিজ্ঞাপন

বিপ্লব বড়ুয়া বলেন, ‘আজকে আমার বলতে দ্বিধা নেই, একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে সাহিত্য, গবেষণা সংস্কৃতি চর্চার বিষয়টি খুব সীমিত। আমরা যারা আওয়ামী লীগের সঙ্গে আছি, অন্যান্য সংগঠনে আছি, আমরা কর্মসূচি ভিত্তিক কাজ করি। আমাদের সামনে সারা বছরে অসংখ্যা কর্মসূচি থাকে। সেই কর্মসূচিভিত্তিক কাজ করি। কিন্তু সাহিত্যের মাধ্যমে, সংষ্কৃতির মাধ্যমে আদর্শের কথা বলা, বঙ্গবন্ধুর কথা বলা, মুক্তিযুদ্ধের কথা বলা দরকার এবং এই কাজগুলোর স্থায়িত্ব কিন্তু রাজনৈতিক কর্মসূচির চেয়ে অনেক বেশি।’

‘যে বিষয়টি সাহিত্যের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে আগ্রহী করতে পারবে, সেটি মানুষের হৃদয়ে বা মনে যতটুকু স্থায়িত্ব থাকে; রাজনৈতিক কর্মসূচিতে বিষয়টি সেইভাবে স্থায়িত্ব হয় না। এটি আমার ব্যক্তিগত মতামত।’

প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, ‘আজকে সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায়, আমাদের বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার, গুজব, অসত্য দিনকে রাত, রাতকে দিন করার মতো অসত্য। একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এবং ষড়যন্ত্র করার জন্য তাদের স্বার্থসিদ্ধিতে একটি বিশেষ মহল, চিহ্নিত মহলএই কাজগুলো করে যাচ্ছে। বাংলাদেশের বাইরে থেকেও করে যাচ্ছে, বাংলাদেশের ভিতর থেকেও করছে।’

তাই এ জায়গায় সঠিক ইতিহাস, তত্ত্বকথা বলার মধ্য দিয়ে আমরা ক’জন মুজিব সেনা এ অপপ্রচারের জবাব দিতে কাজ করবে এমন প্রত্যাশা করেন তিনি।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘এই প্রতিষ্ঠানের ২৪ বছরের যে ইতিহাস রয়েছে। এখানে অনেক মেধাবী মানুষ আছে। আমি আশা করি, এই প্রতিষ্ঠান তাদের হারানো গৌরব প্রতিষ্ঠা করবে। আমি যদি এই কাজে লাগি, আমার যে রাজনৈতিক পরিচিতি আছে, সেখান থেকে যদি কিছু করতে পাওে, আমি সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করব।’

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বলেন, নেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একান্ত আগ্রহে আবারও এই সংগঠনটি নতুন উদ্যোমে পথচলা শুরু হলো।

ফাইল ছবি

অপপ্রচার আমরা কজন মুজিব সেনা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর