Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ২১ জেলায় খানি’র কর্মসূচী পালন


১৬ অক্টোবর ২০২০ ১৯:২০

ঢাকা: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) দেশের সকল নাগরিকের জীবিকার নিশ্চয়তা প্রদান, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিত করা এবং খাদ্য অধিকার আইন প্রণয়ণ ও বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী অন্তত ২১ জেলায় নানান কর্মসূচির আয়োজন করেছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বাংলাদেশ ও তার সহযোগি সংগঠনগুলো। খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, আলোচনা সভা, গণজমায়েত, সাইকেল র‍্যালি, নারী কৃষকদের সম্মাননা প্রদান, মাইম শো, গম্ভীরা সংগীত পরিবেশন, গণশুনানী।

বিজ্ঞাপন

দেশব্যাপী বিভিন্ন জেলায় আয়োজিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, উন্নয়নকর্মী, শিক্ষক, আইনজীবী, পরিবেশবিদ, কৃষক, নারী কৃষক, কৃষিশ্রমিকসহ সকল স্তরের মানুষ।

‘মাসব্যাপী খাদ্য অধিকার প্রচারাভিযান’ ক্যাম্পেইনের অধীনে খানি’র সহযোগী সংগঠনগুলো ঢাকা, কালীগঞ্জ, সাতক্ষীরা, কুমিল্লা, খুলনা, গাইবান্ধা, বরগুনা, চট্টগ্রাম, বান্দরবান, বাগেরহাট, রাজশাহী, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, কয়রা, বরিশাল, পিরোজপুর, সিলেট, ঝিনাইদাহ, খাগড়াছড়ি ও হবিগঞ্জে এসব কর্মসূচি পালন করছে। গত ১৩ অক্টোবর থেকে শুরু হয়ে
আগামী ১৯ অক্টোবর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

কর্মসূচিতে বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে খাদ্যকে জীবনধারণের মৌলিক চাহিদা হিসাবে চিহ্নিত করা হলেও ২০১৯ সালের বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৩তম অবস্থানে রয়েছে। অন্যদিকে গবেষকরা বলছে, করোনা মহামারীতে দেশের প্রায় ৯৮.৩ শতাংশ দরিদ্র মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৮৭ শতাংশ দরিদ্র মানুষ পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য সঙ্কটে ভুগেছে। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান বলছে, দেশের পরিবারগুলোর আয় ২০.২৪ শতাংশ কমেছে। তাই দেশের সকল মানুষের জীবিকা, সংস্কৃতিভেদে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার জন্য এখনই জাতিসংঘ কৃষি ও খাদ্য সংস্থার ভলেন্টারি গাইডলাইনের আলোকে দেশে খাদ্য অধিকার আইন প্রণয়ন করা জরুরি। এই আইন প্রণীত হলে সকল মানুষের খাদ্য ক্রয়ের জন্য আয়, খাদ্যের যোগান এবং সংস্কৃতিভেদে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের আইনী বাধ্যবাধকতা তৈরি হবে। মাননীয় প্রধানমন্ত্রী ২০২৬ সালে খাদ্য অধিকার বিষয়ক আইন প্রণয়নের বিষয়ে প্রতিশ্রম্নতি ব্যক্ত করলেও সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলো থেকে এখন পর্যন্ত কোন দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা এই আইন অবিলম্বে প্রণয়নের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, ‘আমাদের দেশে পুষ্টি অধিকারের লিঙ্গভিত্তিক বিবেচনায় নারী ও শিশুরা সবচেয়ে বেশি পিছিয়ে আছে। বাংলাদেশের ৬০ শতাংশ নারীই কোন না কোন অপুষ্টিজনিত জটিলতায় ভুগছেন। ১৯৯৭ সালে দেশের ৬০ শতাংশ শিশু খর্বাকৃতির ছিল, ২০১৮ সালে তা নেমে আসে ৩১ শতাংশে। তারপরও বৈশ্বিক প্রেক্ষাপটে খর্বাকৃতির শিশু জন্মের হার এখনও
বাংলাদেশে বেশি। এর মূল কারণ শিশুর মায়ের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই সকল মানুষের খাদ্য এবং পুষ্টি নিশ্চিত করার জন্য খাদ্য অধিকার আইন প্রণয়ন করতে হবে।

বিশ্ব খাদ্য দিবস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর