Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে কাবিখা’র সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ


১৭ অক্টোবর ২০২০ ০৯:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: নড়াইলের সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে বাশভিটা পশ্চিমপাড়া ব্রীজের দুই পাশের রাস্তা সংস্কার কাজে দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রকল্প কমিটির বিরুদ্ধে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিখা প্রকল্পের আওতায় মুলিয়া  ইউনিয়নের  বাশভিটা পশ্চিমপাড়া ব্রীজের দুই পাশের রাস্তা সংস্কার বাবদ  ১০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়।

এলাকাবাসী জানায়, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজার প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ ব্রীজের দুই পাশের রাস্তা সংস্কারে ১০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়।

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, বরাদ্দকৃত গম উত্তোলন করা হলেও রাস্তার কাজ না করে বরাদ্দের পুরো টাকাই পকেটে পুরেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পিআইসি প্রনব বিশ্বাস  বলেন,  মাটি-বালির অভাবে রাস্তার কাজ  সম্পূর্ণ করা যায়নি।

এ ব্যাপারে মুলিয়া ইউপি চেয়ারম্যান জনাব রবিন্দ্র নাথ অধিকারী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। রাস্তা সংস্কার কাজে এমপি ১০ মেট্রিক টন গম বরাদ্দ দিয়েছেন। তবে কাজের বরাদ্দকৃত অর্থের ২০ থেকে ৩০ শতাংশ কাজ হয়েছে বলে স্থানীয়রা আমার কাছে অভিযোগ করেছেন।’

অনিয়ম কাবিখা নড়াইল সড়ক সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর