Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোরের আলোয় হেমন্ত বরণ


১৭ অক্টোবর ২০২০ ১১:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: নবান্ন আর শীত পূর্বাভাসের ঋতু হেমন্তকে বরণ করে নিতে উৎসব হয়েছে মুন্সীগঞ্জে। শনিবার (১৭ অক্টোবর) ভোরের আলো ফোটার পরই ইদ্রাকপুর কেল্লার সামনে অন্বেষণ বিক্রমপুরের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুরকার ও লোকশিল্পী শিশির রহমান ও তার দল। এছাড়াও এতে অংশ নেয় জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, জেলা আইনজীবী সাধারণ সম্পাদক সভাপতি এড. শাহীন আমানউল্লাহ,  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, বর্তমান সহ-সভাপতি গোলজার হোসেন, সাংবাদিক ও শিক্ষক ফারহানা মির্জা বন্যা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, নাট্যকার জাহাঙ্গীর হোসেন ঢালী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অন্বেষণ বিক্রমপুর সংগঠন ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছিরউদ্দিন উজ্জ্বল।

মুন্সীগঞ্জ হেমন্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর