Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি সপ্তাহে আসতে পারে প্রাথমিকের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি


১৭ অক্টোবর ২০২০ ১৩:০৩

ঢাকা: চলতি সপ্তাহে প্রাক প্রাথমিক ও প্রাথমিক সহকারি শিক্ষক চেয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে সরকার। ৩০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ দিতে সরকারি বিজ্ঞপ্তি ইতোমধ্যেই অনুমোদন দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৩ অক্টোবরের মধ্যে যেকোন দিন এটি প্রকাশ হতে পারে।

এই নিয়োগ সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ৬ হাজার ৯৪৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি দ্রুত জাতীয় দৈনিকসহ প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই নিয়োগে সব মিলিয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ পেতে পারেন।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) বলেছে, নিয়োগের কাজ দ্রুত শেষ করতে তারা ওয়েবসাইট আধুনিকায়ন করেছে। এছাড়াও নিয়োগের তথ্য জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তারা চিঠিও দিয়েছে।

তবে এবারের নিয়োগে অভ্যন্তরীণ কোটা থাকবে কিনা এ নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে। সহকারি শিক্ষকের পদটি এ বছর ১৩তম গ্রেডে উন্নীত হলে এই প্রশ্নটি সামনে আসে। তবে নিয়োগে অভ্যন্তরীণ কোটা রাখা হবে কিনা সেটি জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতর সরকারি সিদ্ধান্তে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার-ভিডিপি, প্রতিবন্ধী ও জেলা কোটা বাতিল করেছিল। তবে নির্ধারিত ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ পোষ্য কোটা বহাল থাকছে। এগুলোর মধ্যে আবার প্রতিটিতে ২০ শতাংশ করে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগের কোটা অনুসরণ করা হবে।

তবেও এবারও আবেদনকারী নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (সম্মান), স্নাতক (পাস) বা সমমান ডিগ্রি করা হয়েছে। প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। বুয়েট ও টেলিটক মোবাইল কোম্পানির সহায়তায় আবেদন গ্রহণ, কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো, খাতা মূল্যায়ন ও ফল প্রকাশ করা হবে। এবছরের আবেদন ফি ১৭০ টাকা করা হতে পারে।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ বলেন, আমরা দ্রুতই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবো। অনলাইনে আবেদন করতে প্রার্থীরা এক মাস সময় পাবে।

টপ নিউজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিকে নিয়োগ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর