Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনা ক্ষমতায় বলেই দুর্গাপূজা নিয়ে আতঙ্কে ভুগতে হয় না’


১৭ অক্টোবর ২০২০ ১৪:৪১

চট্টগ্রাম ব্যুরো: শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সব ধর্মাবলম্বীরা নিরাপদ আছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের ১২০টি পূজামণ্ডপে অনুদান প্রদানের সময় পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি মণ্ডপকে ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা করে দেন নওফেল।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আগে দুর্গাপূজা এলে সনাতন সম্প্রদায়ের মানুষ নানাধরনের আতঙ্কে থাকতো। পূজামণ্ডপে হামলা হচ্ছে কি না, এই আশঙ্কা থাকত সবসময়। সনাতন সম্প্রদায়ের মা-বোনেরা আতঙ্কে রাত গভীর হওয়ার আগেই মণ্ডপ ছেড়ে বাড়ি চলে যেতে বাধ্য হতেন।’

‘কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সনাতন সম্প্রদায় কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই দুর্গোৎসব উদযাপন করতে পারছে। মা-বোনেরা এখন গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপে নিরাপদে ঘুরে বেড়ান। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন।’

নওফেল আরও বলেন, ‘আবহমান কাল ধরে এদেশের হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা করে আসছে। এবারও এর ব্যত্যয় হবে না। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সার্বজনীন সামাজিক উৎসবও। ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশি সবাই এক হন এই উৎসবে। তাই এ উৎসব সার্বজনীন। আমরা সকলে এ উৎসবে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকব। সকলে মিলেমিশে সম্প্রীতির সাথে এ উৎসব যাতে সুন্দরভাবে হয়, সেটা করবো।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার তালুকদারের সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য রাহুল দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাশ অসিত, সাবেক কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, জহরলাল হাজারী, শহীদুল আলম, গিয়াস উদ্দিন, সলিমুল্লাহ বাচ্চু, গোলাম হায়দার মিন্টু, আব্দুর সবুর লিটন, শৈবাল দাশ সুমন, হাজী নুরুল হক ও নীলু নাগ।

এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সালাহউদ্দিন, পুলক খাস্তগীর, মহিলা আওয়ামী লীগের নেত্রী রুমকি সেনগুপ্ত, শাহীন আক্তার রোজী, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য ও অর্পণ ব্যানার্জি, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, সম্পাদকমণ্ডলীর সদস্য সুকান্ত মহাজন টুটুল বক্তব্য রাখেন।

চট্টগ্রাম শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর