Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বজুড়ে ১ দিনে রেকর্ড ৪ লাখ করোনা আক্রান্ত


১৮ অক্টোবর ২০২০ ১১:০৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ১৪:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপে নতুন করে প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্য দিয়ে বিশ্বব্যাপী একদিনে রেকর্ড সংখ্যক নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। খবর রয়টার্স।

শনিবারের (১৭ অক্টোবর) সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে চার লাখেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, ইউরোপ করোনার প্রথম সংক্রমণ ঢেউ সফলভাবে সামাল দিতে পারলেও সম্প্রতি ফের করোনাভাইরাস সংক্রমণের উপকেন্দ্র হয়ে উঠেছে। মহাদেশটিতে প্রতিদিন গড়ে এক লাখ ৪০ হাজারেরও বেশি করোনা আক্রান্ত শনাক্ত হচ্ছে।

একক অঞ্চল হিসেবে ইউরোপে প্রতিদিন ভারত, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি করোনা আক্রান্ত শনাক্ত হচ্ছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

রয়টার্সের বিশ্লেষণ অনুয়ায়ী, এখন বিশ্বজুড়ে প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৩৪ জনই ইউরোপীয় দেশগুলোর বাসিন্দা। প্রতি ৯ দিনে এখানে ১০ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে ইউরোপে এ পর্যন্ত ৬৩ লাখেরও বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, ইউরোপের নতুন আক্রান্তদের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, নেদারল্যান্ড ও স্পেনেই প্রায় অর্ধেক রোগী শনাক্ত হয়েছে বলে রয়টার্সের টালি থেকে জানা গেছে। দৈনিক ১৯ হাজার ৪২৫ জন নতুন রোগী নিয়ে ইউরোপে নতুন আক্রান্তের শীর্ষে আছে ফ্রান্স। এরপর যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, স্পেন ও নেদারল্যান্ডসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।

এছাড়াও, বেশ কয়েকটি ইউরোপীয় দেশে স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বিশ্বজুড়ে মোট কোভিড-১৯ রোগীর ২৭ শতাংশ নিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা লাতিন আমেরিকা। এরপর এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপের অবস্থান বলে জানিয়েছে রয়টার্স।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুসারে, ৮০ লাখ ৭৬ হাজার ১০৩ জন আক্রান্ত এবং দুই লাখ ১৮ হাজার ৮৬৯টি মৃত্যু নিয়ে উভয় তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ৭৪ লাখ ৩২ হাজার ৬৮০ জন আক্রান্ত নিয়ে এই তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত। আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫২ লাখ ৩০০ জন। দেড় লাখেরও বেশি মৃত্যু নিয়ে এই তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই আছে ব্রাজিল।

প্রসঙ্গত, বিশ্বে শুধুমাত্র তিনটি দেশেই (যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল) করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ লাখে ছাড়িয়েছে।

ইউরোপ কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ব্রাজিল ভারত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর