Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জের চার শতাধিক পরিবারে পূজার সামগ্রী বিতরণ


১৮ অক্টোবর ২০২০ ১১:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে চার শতাধিক পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি-ধুতি, নারিকেল-চিনি বিতরণ করা হয়েছে। এর মধ্যে আড়াইশ নারীকে শাড়ি, বয়োজ্যেষ্ঠ ৫০ জনকে লুঙ্গি, ৫জন পুরোহিতকে ধুতি এবং ১০০ বিশিষ্ঠ নাগরিককে নারিকেল ও চিনি দেওয়া হয়। শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিকের উদ্যোগে প্রতিবারের মতো এবারও পূজার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌর মিলনায়তনে মেয়র ও আওয়ামী লীগনেতা তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক এমদাদুল হক।

যুবনেতা শিহাব উদ্দিন শিবলীর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল অধিকারি, শিবগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের আহবায়ক ডা. মোহল লাল কানু, বানাইল বারোয়ারি কেন্দ্রীয় শিব মন্দিরের সহসভাপতি আশীষ কুমার রায়, অর্থ সম্পাদক গনেশ প্রসাদ কানু।

এসময় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

দূর্গাপূজা বগুড়ার শিবগঞ্জ