ফ্রান্সে সন্ত্রাসী হামলায় মৃত শিক্ষকের স্মরণে সমাবেশ
১৯ অক্টোবর ২০২০ ১০:১০
ফ্রান্সে সন্ত্রাসীর ছুরি হামলার শিকার হয়ে মৃত শিক্ষকের স্মরণে, রক্তপাতের প্রতিবাদে এবং মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষায় সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। খবর বিবিসি।
রোববার (১৮ অক্টোবর) রাজধানী প্যারিস থেকে লিওঁ, মার্সেই এবং লিল নগরী পর্যন্ত বিশাল জনতা শান্তভাবে সমাবেত হয়েছে। তারা মাঝে মাঝে হাততালি দিয়েছে, কয়েক মিনিট নীরবতা পালন করেছে, জাতীয় সংগীতও গেয়েছে।
এদিকে, প্যারিসের একটি সংহতি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স, শিক্ষামন্ত্রীসহ অন্যান্য রাজনীতিবিদরাও। সেখানে সমবেতদের কারও কারও হাতে ‘আমি শিক্ষক’ লেখা স্লোগান দেখা গেছে।
পরে এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, আমাদেরকে ভয় পাইয়ে দেওয়া যাবে না। আমরা ভীত নই। আমাদেরকে বিভক্তও করা যাবে না। আমরাই ফ্রান্স।
এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) ৪৭ বছর বয়সী স্কুল শিক্ষক সেমুয়েল প্যাটিকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যার পর ঘটনাস্থলের কাছেই পাহারায় থাকা পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। চলতি মাসের শুরুতে ইতিহাসের ওই শিক্ষক তার ক্লাসরুমে নবী মোহাম্মদ (সাঃ) ব্যাঙ্গচিত্র দেখিয়েছিলেন। এরপর স্কুলের বাইরের রাস্তাতেই ছুরি হামলায় তিনি খুন হন।
অন্যদিকে, ওই হামলাকারী চেচেন বংশোদ্ভূত ১৮ বছর বয়সী এক তরুণ বলে জানিয়েছে ফরাসী গণমাধ্যম। পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যার পর এ পর্যন্ত শিক্ষক খুনের ঘটনায় জড়িত আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোঁ বলেছেন, খুনের ঘটনাটিতে ইসলামি সন্ত্রাসী হামলার সব আলামতই আছে এবং ওই শিক্ষক মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে পড়িয়েছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে।
অপরদিকে, রোববার (১৮ অক্টোবর) হাজার হাজার মানুষ মাস্ক পরে বিভিন্ন স্থানে সমাবেশে অংশ নিয়েছে। অনেকের হাতেই ছিল ‘শিক্ষা হ্যাঁ, রক্তপাত না’ কিংবা শার্লি এবদু ম্যাগাজিন বোঝাতে ‘আমি শার্লি’ লেখা স্লোগান।
একজন বিক্ষোভকারীকে ‘রিপাবলিকের সব শত্রুর প্রতি জিরো টলারেন্স’ এবং ‘আমি একজন প্রফেসর, আমি তোমার কথা ভাবছি, সেমুয়েল’ লেখা স্লোগান বহন করতে দেখা গেছে।
লিল শহরেও ‘আমি সেমুয়েল’ লেখা প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে মানুষ সমাবেশে যোগ দিয়েছে। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ জানাতে সমাবেশে সামিল হয়েছেন মুসলিমরাও।
সেমুয়েলের স্মরণে মার্সেই শহরে পালিত হয়েছে এক মিনিট নীরবতা। আরও বেশ কয়েকটি শহরে প্ল্যাকার্ড, ব্যানার হাতে বিক্ষোভ হয়েছে।
এ ব্যাপারে ফরাসি শিক্ষামন্ত্রী বলেছেন, ফ্রান্স একতাবদ্ধ থাকলে গণতন্ত্রের শত্রুদেরকে পরাজিত করতে সফল হবে। ফ্রান্সের সব শিক্ষকদেরেই সমর্থন প্রয়োজন।
ছুরি হামলা জ্য ক্যাসটেক্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোঁ ফ্রান্স শিক্ষক হত্যা সমাবেশ