Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতার চার্জশিট গ্রহণ


১৯ অক্টোবর ২০২০ ১৩:২৯

ঢাকা: রমনা থানার নাশকতার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস চার্জশিট গ্রহণ করেন। একই সাথে এ মামলায় অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজ মামলাটির চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করে পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ‌এসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।’

২০১১ সালের সেপ্টেম্বরে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের নেতা আজহারুল ইসলামসহ অনেকের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন সংশ্লিষ্ট পুলিশ।

আদালত সুত্রে জানা যায়, মামলাটিতে মোট আসামি ১৫০ জন তাদের মধ্যে পলাতক রয়েছে ১৪ জন। অন্য আসামিরা আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন।

এটিএম আজহারুল ইসলাম জামায়াত নেতা নাশকতার মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর