Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার


১৯ অক্টোবর ২০২০ ১৬:১০

জয়পুরহাট: জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মুজাহিদপুর নুরানী মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত শিক্ষক আব্দুর রশিদকে জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান।

আব্দুর রশীদ সদর উপজেলার মুজাহিদপুর নুরানী মাদ্রাসার শিক্ষক। একই গ্রামের নয়ামুদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

(ওসি) শাহরিয়ার খান জানান, প্রতিদিনের মতো রবিবার ওই চার শিক্ষার্থী কুরান শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি হলে তাদেরকে ভুলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন আব্দুর রশিদ। এ সময় চার শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সে। শিশুদের অভিভাবক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ আব্দুর রশিদকে গ্রেফতার করে।

জয়পুরহাট মাদ্রাসা শিক্ষার্থী যৌন নিপীড়ন

বিজ্ঞাপন

কাঁচা আমের ২টি পদ
৫ মে ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর