মঠবাড়িয়ায় ভাঙ্গা ব্রিজের ওপর বাঁশের সাঁকো: ঝুঁকি নিয়ে পারাপার
১৯ অক্টোবর ২০২০ ১৮:২৬
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ার হাজীগঞ্জ বাজার সংলগ্ন দুটি ভাঙ্গা ব্রিজের একটিতে বাশেঁর সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করায় চরম ঝুঁকিতে পড়েছেন এলাকাবাসী। ব্রিজ দুটি দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও ভাঙ্গা ব্রিজ মেরামতের কোন উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। যাতায়াতের বিকল্প উপায় না পেয়ে ভাঙ্গা ব্রিজ দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন তারা।
হাজীগঞ্জ বাজার সংলগ্ন হাজী সাদেম আলী সতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রবিউল জানায়, স্কুলে যাতায়াতের সময় ব্রিজ পার হতে ভয় করে।
ওই এলাকার জেলে জলিল হাওলাদার, কৃষক আতাহার শিকদার, আলতাফ খলিফাসহ অনেকে জানান, এ দুটি ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে হাজীগঞ্জ বাজার ও বাজার সংলগ্ন একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার চারটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজ র্নিমাণে কর্তৃপক্ষের কোন উদ্যোগ দেখা যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া জানান, ভাঙ্গা ব্রিজের ওপর বাঁশের সাঁকো দিয়ে নারী-পুরুষ-শিশুসহ বয়স্করা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। ব্রিজের ওপর বাঁশের সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। ব্রিজ পুনঃনির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু সাইদ মো. জসিম জনান, উপজেলার ক্ষতিগ্রস্ত ও ভাঙ্গা ব্রিজ পর্যায়ক্রমে পুনঃনির্মাণ ও সংস্কার করা হবে।