Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসমাপ্ত পরীক্ষা নেওয়ার দাবি রাবি শিক্ষার্থীদের


১৯ অক্টোবর ২০২০ ২২:১০

রাবি: করোনাভাইরাস সংক্রমণের কারণে মার্চের মাঝামাঝিতে বন্ধ ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এর ফলে দুই-একটি কোর্স বাকি থাকতেই স্থগিত হয়ে যায় বিভিন্ন বর্ষে চলমান ফাইনাল পরীক্ষা। এতে  উভয় সংকটে পড়েছেন বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী।

পরীক্ষা অসমাপ্ত থাকায় একদিকে তারা যেমন অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাসে অংশ নিতে পারছেন না, অন্যদিকে রয়েছে সেশনজট আর চাকরির বাজারে পিছিয়ে পড়ার শঙ্কা। এসব নিয়ে হতাশা বাড়ছে শিক্ষার্থীদের।

বিজ্ঞাপন

অসমাপ্ত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৯ অক্টোবর) আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি (সম্মান) পার্ট-৪ এর শিক্ষার্থী। গত ৫ মার্চ তারিখে আমাদের পরীক্ষা শুরু হয় যা শেষ হওয়ার সম্ভব্য তারিখ ছিল ২ এপ্রিল। কিন্তু ৮ মার্চ বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ায় সরকার ১৮ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে, যা এখনো চলমান। ফলে আমাদের ৫ টি কোর্সের পরীক্ষা অসমাপ্ত থেকে যায়। আমাদের সনদপ্রাপ্তির সময়কাল অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত হচ্ছে।’

এতে আরও উল্লেখ করা হয়, ‘পরীক্ষা অসমাপ্ত থাকার ফলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভবনা আছে বলে মনে করি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক ১৩তম জুডিশিয়ারি নিয়োগ পরীক্ষার মৌখিক অংশের সময়সূচি প্রকাশিত হয়েছে। পূর্ববর্তী পরীক্ষা থেকে জানা যায়, মৌখিক পরীক্ষার পরপর দ্রুত সময়ে পরবর্তী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়। আমরা আশঙ্কা করছি, পরবর্তী বিচারক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাব না। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি চাকরিসমূহের বয়সসীমা সুনির্দিষ্ট হওয়ায় চাকরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও কমে যাচ্ছে।’

বিজ্ঞাপন

আবেদনপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুন নাইম মিতু, রুবাইয়া এলিন সুধা, মাহমুদুল হাসান, ইমরান ভূঁইয়া, আব্দুল আলীম, মাসরুখ হোসাইনসহ অনেকে।

পরীক্ষা রাবি রাবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর