Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোর অব মিলিটারি পুলিশের ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্টের অভিষেক


১৯ অক্টোবর ২০২০ ২১:৪৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ২২:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভার (ঢাকা): বাংলাদেশে সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্টের অভিষেক হয়েছে। লে. জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) সদর দফতর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড আর্টডককে ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষেক করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সাভারের বিশমাইল এলাকায় সিএমপি সেন্টার অ্যান্ড স্কুলে তার অভিষেক ঘটে।

এসময় তিনি অনুষ্ঠানে পৌঁছালে কোর অব মিলিটারি পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এসময় তাকে জ্যেষ্ঠ সুবেদার আর্টডক’কে কোর অব মিলিটারির কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিষেক লে. জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট